ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের পরিপ্রেক্ষিতে নয়াদিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে ভারতের বিদেশ মন্ত্রণালয় ডেকেছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
রফিকুল আলম বলেন, ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের পরিপ্রেক্ষিতে নয়াদিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে ভারতের বিদেশ মন্ত্রণালয় ডেকেছিল। ডেপুটি হাইকমিশনার বাংলাদেশের উদ্বেগের কথা জানান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন কিংবা সে দেশের নাগরিকত্ব নিয়েছেন কি না, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানা নেই ।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২১ থেকে ২৪ জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে সুইজারল্যান্ড সফর করবেন বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে তিনি বলেন, ঢাকা-দিল্লি দ্বিপক্ষীয় সব চুক্তি ভারতের ওয়েবসাইটে আছে, আমলাতান্ত্রিক অদক্ষতায় বাংলাদেশে এটা প্রকাশিত হয়নি।