ভালোবাসার কথা জানানো সুন্নত
মহানবী (সা.)-এর এর একটি সুন্নত হলো কাউকে ভালোবাসলে বিষয়টি তাকে জানানো। (তিরমিজি, হাদিস নং: ২৩৯২) এ উল্লেখিত মিকদাম বিন মাদি কারিব (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘তোমাদের কেউ অন্য ভাইকে ভালোবাসলে সে যেন তাকে জানায়। ’
অন্য একটি হাদিসে এসেছে, আলি বিন হুসাইন বিন আলি বিন আবু তালিব (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ অন্য ভাইকে ভালোবাসলে সে যেন এ বিষয়ে তাকে জানায়। কেননা তা সম্প্রীতির জন্য কল্যাণ বয়ে আনে এবং ভালোবাসা দীর্ঘস্থায়ী করে। (আজ জুহদ : ৬২/২; আল সিলসিলা আস সহিহাহ, হাদিস নং : ১১৯৯)
অন্য হাদিসে কেউ ভালোবাসার কথা জানালে প্রত্যুত্তরে কী বলা হবে তাও বলা হয়েছে। আনাস বিন মালিক (রা.) বর্ণনা করেন, আমরা রাসুল (সা.)-এর কাছে বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি পাশ দিয়ে যায়। তখন আরেক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসুল, আমি এই ব্যক্তিকে ভালোবাসি। তিনি বললেন, ‘তুমি বিষয়টি তাকে জানিয়েছ?’ সে বলল, না, জানাইনি। তিনি বললেন, ‘তুমি ওঠো, তাকে বিষয়টি জানাও।
আরো পড়ুনঃ
’ তখন লোকটি গিয়ে বলল,‘ হে অমুক,«إِنِّي لَأُحِبُّكَ فِي اللَّهِ» (উহিব্বুকা ফিল্লাহ) অর্থাৎ আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। ’ প্রত্যুত্তরে ওই লোক বলল, «أَحَبَّكَ الَّذِي أَحْبَبْتَنِي لَهُ» ‘(আহাব্বাল্লাজি ইউহবিবনি ফিহি) অর্থাৎ তিনি তোমাকে ভালোবাসুক যার জন্য তুমি আমাকে ভালোবাস। ’ (আবু দাউদ, হাদিস নং : ৫১২৫)