ভালোবাসা দিবসঃ ভালোবাসা দিবস আমরা ভালোবাসা বলতে সাধারনত বুঝি ভালো এর অর্থ ভালো এবং বাসা অর্থ ঘর। এক কথায় ভালোবাসা অর্থ ভালো ঘর।
অন্যভাবে ভালোবাসা এর অর্থ হলো একটি মানুষের সজ্ঞে অন্য একটি মানুষের সম্পর্ক। যেটা আবেগের মাধ্যমে তৈরি হয়।
এক কথায় একটি মানুষের সজ্ঞে অন্য একটি মানুষের আবেগময় সম্পর্ক কে ভালোবাসা বলে। ভালো বাসা হলো একের প্রতি অন্যের সম্মান দেখানো।
ভালোবাসা দিবস
ভালোবাসা দিবস (ভ্যালেন্টাইন’স ডে) যাকে অন্যভাবে সেইন্ট ভ্যালেন্টাইন্স উত্তসবও বলা হয়। এটি একটি বছরের একটি মাত্র দিনে উৎযাপন করা হয়।
এটি বছরের একটি নির্দষ্ট তারিখে পালন করা হয়। তবে সকলেই ভালোবাসা দিবস উৎযাপন করে থাকে সাধারনত ১৪ ফেব্রুয়ারি।
ভালোবাসা দিবস বা (ইংরেজিতে ভ্যালেন্টাইন’স ডে) বা আমরা শুভ ভালোবাসা দিবসও বলে থাকি।
শুভ ভালোবাসা দিবস
ভালোবাসা দিবস (ভ্যালেন্টাইন’স ডে) বা সুভো ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসকে আমরা এক এক নামে ডেটে থাকি।
তাবে আমরা শুভ ভালোবাসা দিবস বলতে বুঝি । ভালো বাসার দিনটি আপনার শুভ হক।
ইংরেজিতে বলা হয় “Happy Valentine’s day” বলা হয়। তবে আমরা আনুষ্ঠানিকভাবে ভালো বাসা দিবস বলে থাকি।
ভালোবাসা দিবস উৎযাপন করা হয় কার্ড, উৎসব, ছবি, ছন্দ, কবিতা, জকস, এর মাধ্যমে আমরা একে আপরকে সুভেচ্ছা জানাই।
বিশ্ব ভালোবাসা দিবস
বিশ্ব ভালোবাসা দিবস বলতে বলা হয় সারা বিশ্বে একই দিনে উৎযাপন করা উৎসব। সেই দিন বিশ্বের প্রতিটি মানুষ উৎসব পালন করে থাকে।
বিশ্ব ভালোবাসা দিবস বা সেইন্ট ভ্যালেন্টাইল ডে যে অন্যভাবে সেইন্ট ভ্যালেন্টাইন উৎসব ও বলা হয়। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করা হয়।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা বার্তা
ভালোবাসা দিবসের শুভেচ্ছা বার্তা এখন আমরা জানব,
তুমি সেই স্বপ্নপরী যাকে নিয়ে আপনি প্রতি রাতে স্বপন দেখি। তুমিই সেই আমার স্বপ্নের প্রমিকা যেকে নিয়ে আমি প্রতিদিন ছন্দ আকি।
তুমি আমার থেকে দূরে, তবুও তুমি আমার মধ্যেই আছ। কারন তোমাকে বুকে নয়, আমার মনে ঠাই দিয়েছি।
এই সার্থের পৃথিবীতে আমি সত্যি কারের ভালোবাসার মানুষ পাওয়া বড় দাই।। কারন তাদের মধ্যে ভালোবাসা নয়, তাদের মধ্যে সার্থকে খুজে পাই।
তোমাকে বিশ্বাস করেছি তাই। তোমার চেহারা নয়, তোমার মনকে পেয়েছি তাই। তাই তোমাকে রেখেছি আমার অন্তরের ঠিক মধ্য খানে। তুমি সেই খানে ছিলে, তুমি আছ, তুমি থাকবে।
তুমিই আমার প্রথম, তুমিই আমার শেষ কবিতা। তাই তোমাকে আমি দিচ্ছি আমার ভালোবাসা দিবসের সুভেচ্ছা বার্তা।
ভালোবাসা দিবস নিয়ে কিছু কথা
ভালো বাসা দিবস প্রতিটি পেমিকের জন্য এমন একটা দিন যে দিন সকল পেমিকা তাদের মনভাব প্রকাশ করে একই দিনে। ভালোবাসা দিবস সুধু দিবসই নয় কারন এই দিনটা অনেকের কাছে একটা পবিত্র দিন।
তবে ভালোবাসা দিবসে অনেকেই অনেক খারাপ কাজ করছে জা ভালোবাসা দিবস ভালোবাসা উৎযাপন নয় ভালোবাসা খুন্ন করছে।
ভালোবাসা দিবসের উক্তিঃ ভালোবাস কি ? আমরা এই প্রবন্ধের প্রথমেই আলোচনা করেছি। ভালোবাসা দিবস সম্পর্কে এবং ভালোবাসা কি সেই সম্পর্কে। ভালবাস হলো একটি মানুষের সজ্ঞে অন্য একটি মানুষের সম্পর্ক। যেটা আবেগের মাধ্যমে তৈরি হয়।
ভালোবাসা দিবস এর ছবি
ভালোবাসা দিবসের পিক
ভালোবাসা দিবসের ছন্দ
যত দূরে যাওনা কেনো, থাকবো তোমার পাশে,
যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে,
সকল কষ্ট মুছে দেবো, দেবো মুখের হাসি,
হৃদয় থেকে বলছি তোমায়, অনেক ভালোবাসি ।
কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে, বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে.. আর কেউ যদি না দেখে কাঁদে, বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে..!
ভালোবাসা দিবস ছন্দঃ
“ভালোবাসা” শব্দটা হয় না কখনো পুরানো.. হয় না কখনো মলিন.. হয় না ধূসর কিংবা বর্নহীন.. যা শুধু রংধনুর রঙে রঙিন.. হোক না সেটা এপার কিংবা ওপারের.. তারপরেও ভালোবাসা তো শুধুই ভালোবাসা!
শুধু কাছে পাওয়ার জন্য ভালবাসা নয়। শুধু ভালো লাগার জন্য ভালবাসা নয়। নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখী রাখার নামই ভালবাসা।
মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে,
তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে,
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা,
সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা ।
ভালোবাসা দিবস কেন পালন করা হয়
তার ধারণা ছিল, বিবাহ বাধনে আবদ্ধ হলে যুদ্ধের প্রতি পুরুষদের অনীহা সৃষ্টি হয়। সে সময় রোমের খ্রিষ্টান গির্জার পুরোহিত ‘ভ্যালেন্টাইন’ রাজার নির্দেশ অগ্রাহ্য করে গোপনে নারী-পুরুষের বিবাহ বাধনের কাজ সম্পন্ন করতেন।
পরবর্তীতে ওই দিনের স্মরণে ৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন’ দিবস ঘোষণা করা হয়।
২৭০ খ্রিষ্টাব্দের কথা। তখন রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস নারী-পুরুষের বিবাহ বাধনে আবদ্ধ হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।
তার ধারণা ছিল, বিবাহ বাধনে আবদ্ধ হলে যুদ্ধের প্রতি পুরুষদের অনীহা সৃষ্টি হয়।
সে সময় রোমের খ্রিষ্টান গির্জার পুরোহিত ‘ভ্যালেন্টাইন’ রাজার নির্দেশ অগ্রাহ্য করে গোপনে নারী-পুরুষের বিবাহ বাধনের কাজ সম্পন্ন করতেন।
আরো পড়ূনঃ
বাংলাদেশের বহুজাতিক কোম্পানির তালিকা
ভালোবাসা দিবসের এসএমএস
মন যদি আকাশ হতো তুমি হতে চাঁদ ,
ভালোবেসে যেতাম শুধু হাতে রেখে হাত ।
সুখ যদি হৃদয় হতো তুমি হতে হাসি ,
হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম – তোমায় ভালোবাসি ।
^^^ ভালোবাসা দিবসের শুভেচ্ছা ^^^
ভালোবাসা দিবস smsঃ
মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে ,
বলোনা কোথায় রাখি তোমায় লুকিয়ে ,
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে ,
যেওনা হৃদয় থেকে দূরে হারিয়ে ,
আমি যে ভালোবাসি শুধুই তোমাকে ।
।… হ্যাপি ভ্যালেন্টাইন ডে …।
ভালোবাসা দিবস মেসেজঃ তোমায় ভালোবাসা ছিলো আমার জীবনের ২য় শ্রেষ্ঠ কাজ ,
আর প্রথমটি ছিলো তোমায় খুজে বের করা ।
ভালোবাসি তোমায় এবং সবসময় বাসবো ,
আজ বললাম ও সারা জীবন বলবো ।
*** হ্যাপি ভ্যালেনটাইন ডে ***
হোমপেজে পেতে | এখানে ক্লিক করুন |
ভালবাসা দিবসের ইতিহাস
২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন’স নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচারের অভিযোগে তৎকালীন রোম সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাকে বন্দী করেন।
কারণ তখন রোমান সাম্রাজ্যে খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা বেড়ে যায়। আর তাই তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিন ১৪ই ফেব্রুয়ারি ছিল।