ভাষা আন্দোলন নিয়ে তথ্যচিত্র ‘সেই দিনের কথা’

Featured Image
PC Timer Logo
Main Logo

মহান ভাষা আন্দোলন বাঙালির জীবনে সবচেয়ে তাৎপর্যময় ঘটনা। বাঙালির পরবর্তী ইতিহাস বিশেষ করে আমাদের স্বাধিকার, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনের সূচক হিসেবে রাষ্ট্রভাষা আন্দোলনকে আখ্যায়িত করা যায়। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাবার পর রাষ্ট্রভাষা আন্দোলনের গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসের একটি মাইলফলক। একুশের রক্তস্নাত অধ্যায়ের ফলেই রাষ্ট্রীয় ক্ষেত্রে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার দ্বার উন্মুক্ত হয়।

বাঙালীর গৌরব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এটিএন বাংলায় ২১ শে ফেব্রুয়ারি দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে মহান ভাষা আন্দোলন নিয়ে নির্মিত বিশেষ তথ্যচিত্র ‘সেই দিনের কথা’। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন কে এম মাহমুদ হাসান।

ভাষা সৈনিক আহমদ রফিকের জবানীতে অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির স্মৃতি বিজড়িত উত্তাল দিনের কথা। বায়ান্নর ভাষা আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার চাক্ষুস সাক্ষী তিনি। সেই সময় তিনি ঢাকা মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। ভাষা সৈনিক আহমদ রফিকের স্মৃতি রোমন্থন ছাড়াও তথ্যচিত্রটিতে থাকছে ফাগুনের অগ্নিঝরা দিনের দূর্ভল আলোকচিত্র, বই ও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের স্থিরচিত্র।

banglanewsbdhub/এজেডএস

আহমদ রফিক
সেই দিনের কথা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।