ভিনিসিয়াস-এমবাপে জাদুতে শীর্ষে ফিরল রিয়াল

Featured Image
PC Timer Logo
Main Logo

আগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছিলেন তারা। বার্সেলোনার কাছে শীর্ষস্থান খোয়ানোর এক সপ্তাহের মধ্যে আবারও লা লিগার শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস-এমবাপের দুর্দান্ত পারফরম্যান্সে ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে জাভি আলোনসোর দল।

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে গোল করতে পারেনি দুই দলের কেউই। বারবার রিয়ালের আক্রমণকে ঠেকিয়ে দিয়েছে ভিয়ারিয়াল রক্ষণভাগ। গোলশূন্যভাবেই তাই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে আর রিয়ালকে আটকে রাখতে পারেনি ভিয়রিয়াল। ৪৭ মিনিটের মাথায় ডেডলক ভাঙ্গেন ভিনিসিয়াস। এমবাপের অ্যাসিস্টে দারুণ এক গোলে রিয়ালকে এগিয়ে দেন ভিনি। ৬৯ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। স্পটকিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস।

৭৩ মিনিটে এক গোল শোধ করে রিয়ালকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিয়েছিল ভিয়ারিয়াল। জর্জেস মিকাটাজের গোল অবশ্য খুব বেশি বিপদে ফেলতে পারেনি রিয়ালকে। ৮১ মিনিটে দুই গোলের ফিরে পায় রিয়াল।

ব্রাহিম দিয়াজের অ্যাসিস্টে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন এমবাপে। ৩-১ গোলের এই জয়ে ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল রিয়াল। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল বার্সেলোনা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।