ভুটানের ফুটবল লিগে এরই মাঝে খেলছেন বাংলাদেশ নারী ফুটবল দলের বেশ কয়েকজন ফুটবলার। এবার ঋতুপর্ণাদের সঙ্গে যোগ দিলেন তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র।
ভুটানের উইমেন’স লিগের দল রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলবেন তহুরা ও শামসুন্নাহার। আজ ভুটানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন এই দুই নারী ফুটবলার। এ নিয়ে দেশটির লিগে অংশ নেওয়া বাংলাদেশের নারী ফুটবলারের সংখ্যা দাঁড়াল ১২ জন।
প্রথম দফায় সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া ভুটানের নারী লিগে খেলতে যান। তারা সবাই খেলছেন পারো এফসির হয়ে।
এরপর তাদের সাথে যোগ দেন মারিয়া মান্দা, সানজিদা খাতুন, মাসুরা পারভীন, রুপনা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র।
ভুটানের লিগে খেলতে যাওয়ার বার্তা সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে তহুরা লিখেছেন, ‘ভুটানের উদ্দেশে রওনা দিচ্ছি। নতুন পথচলা, সবাই দোয়া করবেন।’