ছবি: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন
সংবাদ না করে নির্বাচন কমিশনের কোনো ভুল থাকলে কমিশনকে জানানোর অনুরোধ করেন প্রধান নির্বাচন কমিশনার। রোববার রাজধানীর আগারগাঁওয়ের ইলেক্টোরাল ট্রেনিং ইনস্টিটিউটে (ইটিআই) ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে ‘প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের কোন ভুল হলে খবর ছাড়াই আমাদের জানান। আমরা এটা ঠিক করব। খবর দিয়ে সবাইকে জানানোর কী দরকার। এটা খবর হলে অনেকেই প্রশ্ন করবেন। আমরা কি সেই প্রশ্নের উত্তর দেব নাকি কাজ করব?
সিইসি বলেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই বর্তমান ইসির মূল লক্ষ্য। ভোটারদের বঞ্চিত করতে চাই। জাতিকে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়াই আমাদের অঙ্গীকার। যা থেকে জাতি এতদিন বঞ্চিত ছিল। আমি প্রায়ই বলি- আমাদের বঞ্চিত কর্মকর্তারা জনপ্রশাসনে যাচ্ছেন, আন্দোলন করছেন, তাদের বঞ্চনার তথ্য তুলে ধরছেন। দেশের ১৮ কোটি বঞ্চিত মানুষ কোথায় যাবে?
সিইসি নাসির উদ্দিন বলেন, ১৮ কোটি মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা আমাদের কাছে আসবে, তাদের এই বঞ্চনার দুঃখ জানাতে আমরা আছি। আমরা দায়িত্ব নিয়েছি- ইনশাআল্লাহ আমরা তাদের বঞ্চনা দূর করতে পারব। তারা বঞ্চিত হয়েছে, তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, আমি সেটা পরিবর্তন করতে চাই। দূর করতে চাই বঞ্চনার বেদনা। আমরা আমাদের অঙ্গীকারে অটল আছি। সকলের সহযোগিতা চাই।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার ২০ জানুয়ারি থেকে দ্বারে দ্বারে গিয়ে নতুন ভোটার তথ্য সংগ্রহে সকলের সহযোগিতা চান। প্রশিক্ষকদের ধাপে ধাপে প্রশিক্ষণের পর ধাপে ধাপে এক লাখ জনবলকে এ কর্মসূচির আওতায় আনা হবে।