ভোটার হতে আবেদন করা যাবে ১১ এপ্রিল পর্যন্ত

Featured Image
PC Timer Logo
Main Logo

নির্বাচন কমিশন। ছবি: বাংলানিউজবিডিহাব

ঢাকা: নির্বাচন কমিশনের চলমান ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি কার্যক্রম যারা বাদ পড়েছেন তারা ১১ এপ্রিল পর্যন্ত ভোটার হতে পারবেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি বলেন, ‘বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। যারা ভোটারযোগ্য কিন্তু এখনও ভোটার হননি, তারা ১১ এপ্রিল পর্যন্ত নিকটস্থ ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রে অথবা সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করে ভোটার হতে পারবেন।’

ইসি সচিব আখতার আহমেদ জানান, সোমবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে ৬১ লাখ ৮৯ হাজার লক্ষ্যমাত্রা ছিল।

এদিকে, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম তদারকির জন্য একটি কমিটি গঠন করে ইসি। জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের নেতৃত্বে ১১ সদস্যের গঠিত কমিটি ও হালনাগাদ কার্যক্রম তাৎক্ষণিক পরিদর্শনেও যাবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন গণমাধ্যমকে এ বিষয়ে জানান।

বাংলানিউজবিডিহাব/এনএল/পিটিএম

১১ এপ্রিল পর্যন্ত
আবেদন
ভোটার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।