ভোটার হালনাগাদ পরিদর্শনে ১১ সদস্যের কমিটি গঠন

Featured Image
PC Timer Logo
Main Logo

নির্বাচন কমিশন ভবন। বাংলানিউজবিডিহাব ফাইল ছবি

ঢাকা: ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম তদারকির জন্য একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের নেতৃত্বে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারি সচিব মো. নাসির উদ্দিন গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছেন। এ বিষয়ে জারি করা এক অফিস আদেশে এ ১১ সদস্য বিশিষ্ট কমিটির কর্মপরিধিও নির্ধারণ করে দিয়েছে ইসি।

কর্মপরিধিগুলো হলো—

  • হালনাগাদ কার্যক্রমে রেজিস্ট্রেশন অফিসারের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কিনা তা নিশ্চিত করা।
  • নিবন্ধন কার্যক্রমে ব্যবহৃতব্য যন্ত্রপাতির ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিকভাবে মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া
  • রেজিস্টেশন কেন্দ্রে এসে ছবি তুলতে বা এ সংক্রান্ত কর্যক্রমে কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে তা সুরাহা করা।
  • নিবন্ধন কেন্দ্রে যন্ত্রপাতি ও প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা তা তদারকি করা।
  • যন্ত্রপাতি ব্যবহারে অপারেটররা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা তা তদারকি করা।
  • নিবন্ধনযোগ্য ব্যক্তিদের উপস্থিতির জন্য উদ্বুদ্ধকরণ ও প্রচার কাজে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে প্রচারণামূলক কার্যক্রম তদারকি করা।
  • নিবন্ধন কার্যক্রম সরেজমিনে আকস্মিক পরিদর্শন করা।
  • হালনাগাদকরণ কার্যক্রমের সার্বিক অগ্রগতি মূল্যায়ন করা এবং মূল্যায়ন প্রতিবেদন সময়ে সময়ে সিনিয়র সচিব ও নির্বাচন কমিশনকে অবহিত করা।
  • নির্বাচন কমিশন কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত এ সংক্রান্ত বিশেষ নির্দেশাবলী যথাযথভাবে প্রতিপালন করা।

এর আগে, আজ দুপুরে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে কোনো তথ্য সংগ্রহকারী কোনো বাড়িতে না গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। সে সময় সচিব জানিয়েছিলেন, তার নিজের কাছেও অনেকেই বাসায় বাসায় তথ্য সংগ্রহকারী না আসার বিষয়ে অভিযোগ করেছেন। এরপরই হালনাগাদ কার্যক্রম পর্যবেক্ষণে কমিটি গঠন করল নির্বাচন কমিশন।

বাংলানিউজবিডিহাব/এনএল/এইচআই

নির্বাচন কমিশন
ভোটার হালনাগাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।