
ভোলার তজুমদ্দিনে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত উপজেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক মো. ফরিদ উদ্দিনকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ইকবাল হোসেন লিটনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
গত রোববার তজুমদ্দিনে চাঁদা না পেয়ে স্বামীকে আটকে রেখে মারপিট করে তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। সোমবার ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দাখিল করে। পরে ধর্ষণে সহযোগিতার অভিযোগে বাদীর দ্বিতীয় স্ত্রীকে আটক করে পুলিশ।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার বিকেলে তজুমদ্দিন শহরে মানববন্ধন করেছে উপজেলা বিএনপি। এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু বলেন, ‘দলের কোনো ব্যক্তি যদি এই ঘটনার সাথে জড়িত থাকে তাহলে তার দায় ওই ব্যক্তির নিজের। এ জন্য দল দায়ী নয়। বরং দলের পক্ষ থেকে দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হচ্ছে।’
ভোলায় স্বামীকে আটকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, নেপথ্যে দ্বিতীয় স্ত্রী!ভোলায় স্বামীকে আটকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, নেপথ্যে দ্বিতীয় স্ত্রী!
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তজুমদ্দিন উপজেলা ছাত্রদল। অন্যদিকে শ্রমিক দলও এই ঘটনায় অভিযুক্ত ফরিদ উদ্দিনের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে।
জেলা পুলিশ সুপার মো. শরিফুল হক ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‘আসামিদের রাজনৈতিক পরিচয় মূল বিষয় নয়। দোষী যেই হোক, তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানিয়েছেন, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।