
বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দির এলাকায় দায়িত্বরত পুলিশের এক উপ-পরিদর্শকের কাছে থাকা ৩০ রাউন্ড গুলি চুরি হয়েছে। এ ঘটনায় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার এবং এক উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শকসহ মোট পাঁচ পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তারেক মাহমুদ বলেন, ‘এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বাড্ডা থানার উপ-পরিদর্শক মোবাশ্বির নামে একজনসহ সহকারী উপ-পরিদর্শক ও পাঁচ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।’
ডিএমপি সদর দপ্তরের একাধিক সূত্রে জানা গেছে, বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সদের থাকার জন্য মন্দিরের বাউন্ডারির মধ্যে থাকা একটি নির্মাণাধীন ভবনের দোতলায় রুমের ব্যবস্থা করা হয়েছিল।
সেখানে আজ ভোর আনুমানিক সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে যে কোনো সময় ঘুমিয়ে থাকা চার ফোর্স ও তিন আনসার সদস্যের পাশ থেকে তাদের ৪টি ব্যাগ, ২টি মানিব্যাগ ও ৩টি মোবাইল চুরি হয়। এর মধ্যে একটি ব্যাগে ৩০ রাউন্ড শটগানের গুলি ছিল।