
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে ওঠা ময়মনসিংহ সাহিত্য সংসদের ‘বীক্ষণ’ মঞ্চ ভেঙে দিয়ে জেলা প্রশাসন ময়মনসিংহের আত্মাকে ক্ষতবিক্ষত করেছে বলে বিবৃতি দিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। শুক্রবার গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষে প্রতিবাদ জানানোর পাশাপাশি ‘বীক্ষণ’ মঞ্চ আবার নির্মাণের দাবি জানানো হয়।
জেলা প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আনু মুহাম্মদ বলেন, সরকারি ক্ষমতা ব্যবহার করে কিছু গোষ্ঠী শিল্প-সংস্কৃতি ও সৃজনশীল জগতে নানাভাবে হামলা করছে।
আনু মুহাম্মদ বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে তিলে তিলে গড়ে ওঠা ময়মনসিংহের সাহিত্য ও সংস্কৃতির এই প্রোজ্জ্বল বাতিঘরটিকে সরকারি ক্ষমতার দম্ভে যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তা কেবল একটি স্থাপনার বিনাশ নয়; বরং মুক্তচিন্তা, সৃজনশীলতা এবং একটি অঞ্চলের দীর্ঘ লালিত সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর নগ্ন ও পরিকল্পিত আক্রমণ।
প্রশাসনের এমন আচরণ ক্ষমতার অপব্যবহার ও সংস্কৃতি কর্মীদের প্রতি চরম বিদ্বেষ ও অবজ্ঞা প্রদর্শনের শামিল উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপ দেশের সংস্কৃতিচর্চার ধারাবাহিকতাকে মারাত্মকভাবে আঘাত করেছে।
দেশে ভিন্নমত ও সৃজনশীলতাকে নির্মূল করার জন্য রাষ্ট্রযন্ত্র নির্লজ্জভাবে ব্যবহৃত হচ্ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, গত চার দশক, প্রতি শুক্রবার কবি-সাহিত্যিকদের পদচারণে মুখর থাকত ‘বীক্ষণ’ মঞ্চ। এই মঞ্চের ধ্বংসযজ্ঞ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি বাংলাদেশে ক্রমবর্ধমান জনবিরোধী ও কর্তৃত্ববাদী অপতৎপরতারই অংশ।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে লেখক, শিক্ষক ও শিল্পীদের বিরুদ্ধে নির্বিচার হয়রানিমূলক মিথ্যা হত্যা মামলা দায়ের এবং কথিত মব জাস্টিসের নামে অরাজকতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। এসব ঘটনার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান না নিলে সরকারকে এর দায় নিতে হবে।
বিবৃতিতে ‘বীক্ষণ’ মঞ্চ ধ্বংসের সঙ্গে জড়িত সংস্কৃতিবিদ্বেষীদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এর আগে গত বুধবার সরকারি জমিতে অবৈধ স্থাপনার অভিযোগ এনে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত ময়মনসিংহ সাহিত্য সংসদের ‘বীক্ষণ’ মঞ্চ ভেঙে দেয় ময়মনসিংহ জেলা প্রশাসন। বুধবার দুপুর পর্যন্ত জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে।