
প্রতীকী ছবি
ময়মনসিংহের ভালুকায় চায়ের দোকানে রফিকুল ইসলাম রতন (৪৫) নামে এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৫ মে) রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের লবণকোঠা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দিনমজুর রতনের আয়েই চলতো সাত সদস্যের পরিবার। সন্তানদের পড়াশোনা ও সংসারের খরচে স্বামীকে সহযোগিতা করতে রুমানাও সম্প্রতি কাজ শুরু করেন একটি পোশাক কারখানায়। এখন স্বামীকে হারিয়ে চার সন্তান নিয়ে অথৈ সাগরে তিনি। নিহত রফিকুল ইসলাম রতনের পরিবারে মা, স্ত্রী এবং তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে নয়টার দিকে লবণকোঠা গ্রামে তাইজুদ্দিনের চায়ের দোকানে বসে চা পান করছিলেন রফিকুল ইসলাম রতন। এ সময় আচমকা চুন্নু মিয়া দৌড়ে এসে হাতে থাকা ছুরি দিয়ে রতনের পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছুরিকাঘাতের পর চুন্নু মিয়া দৌড়ে ভাড়া বাসায় ঢুকে আত্মগোপন করেন। পরে খবর পেয়ে মডেল থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী ওই বাসায় অভিযান চালিয়ে চুন্নু মিয়াকে আটক করে। চুন্নু মিয়া ওই চায়ের দোকানের পাশের বাসায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থেকে শ্রমিকের কাজ করতেন। তার বাড়ি গৌরীপুর উপজেলায়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনতোষ বিশ্বাস বলেন, অভিযুক্ত চুন্নু দাবি করতে তার স্ত্রীকে উত্ত্যক্ত করার কারণে রাগের মাথায় ছুরিকাঘাত করেছে সে। এর বাইরে আর কিছু বলছে না সে। তবে মূল কারণ বের করার চেষ্টা করছি আমরা। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা শেষে সাত দিনের রিমান্ড আবেদন করে আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।