ময়মনসিংহে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সংস্কৃতিকর্মী ও কবি শামীম আশরাফকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর গুলকিবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শামীম আশরাফ নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের হাড়গুজির পাড় এলাকার বাসিন্দা। তিনি নগরীর আমপট্টি মোড় এলাকার গ্রাফিটির মালিক।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিদুল ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) বেহেশত নিয়ে কটূক্তি করেছিল শামীম আশরাফ। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় তাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। রাতে তার অবস্থান সম্পর্কে জানতে পেরে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’
এর আগে, এদিন সকাল ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শামীম আশরাফ লেখেন, ‘আমার স্ট্যাটাসের ভাষাগত বৈচিত্র্য ইচ্ছে করেই আনছি। আর দুয়েকদিন গালিময় স্ট্যাটাস দেখা যাবে। মাত্র দুয়েকদিন ধৈর্য ধরুন, প্লিজ। এরপর ভালো হয়ে যামু।’
এর দুই ঘণ্টা পরই আরেকটি পোস্ট দিয়ে এক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি ধর্ম অবমাননা করেন বলে অভিযোগ উঠে। পোস্টটি ছড়িয়ে পড়ার পর শহরজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।