প্রতীকী ছবি
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের পূর্ব চিরাইপাড়া গ্রামের একটি আম গাছের সাথে শিকলে বাঁধা মিজান সরদার নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
শনিবার বিকেলে সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের আলমগীর মাতুব্বরের মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিজান সরদার সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের বণিকপাড়া গ্রামের মৃত আবু আলী সরদারের ছেলে।
স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাত ১০টার দিকে মিজান সরদারের বাড়ি থেকে বের হয়ে তুবিয়া বাজারের পাশে সোলায়মান মাতুব্বরের বাড়িতে ওয়াজ মাহফিলের জন্য যান। ওয়াজের পর রাতে আর বাড়ি ফেরেননি।
শনিবার বেলা ১২টার দিকে আলমগীর মাতুব্বরের মাছের ঘেরের পাশ দিয়ে যাওয়ার সময় একটি আম গাছের সাথে শিকল বাঁধা একটি লাশ দেখে চিৎকার করে। পরে পুলিশ এসে লাশ গাছ থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।
এদিকে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।