মাদ্রিদ ডার্বিতে রক্ষণ নিয়ে দুশ্চিন্তায় আনচেলত্তি

Featured Image
PC Timer Logo
Main Logo

মাদ্রিদ ডার্বির আগে দুশ্চিন্তায় আনচেলত্তি

লা লিগার শীর্ষস্থান নিয়ে চলছে ত্রিমুখী লড়াই। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি রিয়াল-অ্যাটলেটিকো। হাই ভোল্টেজ এই ম্যাচের আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলছেন, অ্যাটলেটিকোর বিপক্ষে দলের রক্ষণ নিয়েই দুশ্চিন্তায় আছেন তিনি।

মাদ্রিদ ডার্বির আগে ইনজুরিতে জর্জরিত রিয়াল। লেগানেসের বিপক্ষে মাঠে নামতে পারেননি এমবাপে-বেলিংহাম। আজ অ্যাটলেটিকোর বিপক্ষে মাঠে নামলেও তাদের পুরোপুরি ফিট থাকা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। ইনজুরির কারণে আজ মাঠে থাকছেন না দলের রক্ষণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রুডিগার, নেই আলাবাও। অনেকটা দ্বিতীয় সারির দল নিয়েই কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে শেষ মুহূর্তের গোলে সেমিতে পৌঁছে গেছে রিয়াল।

লা লিগায় ২২ ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট ৪৯, অ্যাটলেটিকোর ৪৮। আজ মাদ্রিদ ডার্বি তাই মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ, মানছেন আনচেলত্তি, ‘দুই দলই শিরোপার জন্য লড়ছে। এই ম্যাচটা তাই খুবই গুরুত্বপূর্ণ। মাদ্রিদ ডার্বি বরাবরই অনেক উত্তাপ ছড়ায়। অ্যাটলেটিকো অনেক শক্তিশালী দল, লড়াইটা তাই সমানে সমান হবে। আমরা ম্যাচটা জিততে চাই, তারাও সর্বশক্তি দিয়েই জয়ের জন্য মাঠে নামবে।’

অ্যাটলেটিকোর বিপক্ষে নিজেদের রক্ষণ নিয়ে বাড়তি চিন্তার ভাজ আনচেলত্তির কপালে, ‘রক্ষণভাগে আমাদের বেশ কয়েকজন ফুটবলার ইনজুরিতে। তাদের অভাবটা তো ভোগাবেই। আমি চাই দলের সবাই রক্ষণভাগ সামলাতে এগিয়ে আসুক। আমাদের আক্রমণভাগ দারুণ ফর্মে আছে। আশা করি ভালো একটা ফলাফল আসবে।’

আজ বাংলাদেশ সময় রাত ২টায় মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হবে রিয়াল-অ্যাটলেটিকো।

 

banglanewsbdhub/এফএম

অ্যাটলেটিকো মাদ্রিদ
কার্লো আনচেলত্তি
রিয়াল মাদ্রিদ
লা লিগা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।