মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিস্ফোরণ : ১১ জন দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই সনদ অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণ হয়েছে। এতে দগ্ধ অন্তত ১১ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলের দিকে বেলুন উড়ানোর সময় সেটা থেকে বিস্ফোরণ হয়। পরে তাদেরকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘আজ বিকেলের দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে বেলুন বিস্ফোরণের ঘটনা হয়। এ ঘটনায় মোট ১০ জন দগ্ধ হয়ে আমাদের জরুরি বিভাগে এসেছে। তবে তাদের দগ্ধের পরিমাণ কম থাকায় আমরা তাদের সকলকেই জরুরি বিভাগের চিকিৎসা শেষে ছুটি দিয়েছি।’

আহতরা হলেন মো. মাজহারুল ইসলাম (২৭), মো. বিল্লাল (৪৫), মো. ফাহাত (২০), মো. মুনসুর ইসলাম (৩৮), মো. শরীফ (৩২), মো. পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মো. মিশু (২৩), মো. মিহাত (১৭), আসিফ হোসাইন আকাশ (২১)।

  • দগ্ধ
  • বার্ন ইনস্টিটিউটে
  • বিস্ফোরণ
  • মানিক মিয়া অ্যাভিনিউ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।