মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৬৬, পাঁচ দালাল আটক – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো হওয়া রোহিঙ্গাসহ ৬৬ জনকে উদ্ধার করেছে পুলিশ। এসময় ৪টি রাইফেলের গুলি, ১টি রামদা ও ১টি কিরিচসহ ৫ দালালকে আটক করা হয়। টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্য কাচপিয়া পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয় বলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান।

গ্রেফতারকৃত দালালরা টেকনাফ পৌরসভার শীলবনিয়া পাড়ার আব্দু শুক্কুরের ছেলে। রাশেদ (২৫), সালেহ আহমদ (৩৫) ও তার ভাই বাহারছড়া ইউনিয়নের কাচপিয়া এলাকার সুলতান আহমদের ছেলে নুরুল কবির (২৭), একই এলাকার রশিদ আহমদের ছেলে সৈয়দ আলম (২৪) ও কামরুল ইসলাম ওরফে মো. চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া এলাকার আব্দুল গফুরের ছেলে শিপন (৩২)।

৬১ রোহিঙ্গা ও ৫ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৮ জন পুরুষ, ১১ জন নারী ও ৩৭ জন শিশু রয়েছে।

ওসি গিয়াস উদ্দিন জানান, রোববার ভোরে টেকনাফের সমুদ্র উপকূলবর্তী বাহারছড়া ইউনিয়নের মধ্য কাচপিয়া পাহাড়ি এলাকায় আব্দুল আমিনের বাড়িতে কয়েকজন লোক পাচারের উদ্দেশ্যে জড়ো হয়েছে বলে পুলিশ খবর পায়। মালয়েশিয়া। পরে পুলিশ অভিযান চালায়। তারা ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বাড়িটি ঘিরে ফেললে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০-১৫ জন পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়।

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো হওয়া ৬৬ নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। উদ্ধারকৃতদের মধ্যে ৫ বাংলাদেশি নাগরিক রয়েছে।

গ্রেফতারকৃত দালালদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

  • গ্রেফতার পাঁচ দালাল
  • মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।