মিরপুরের পিচে বাংলাদেশের পথ অনুসরণ করল ওয়েস্ট ইন্ডিজ

Featured Image
PC Timer Logo
Main Logo

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা হলে পিচ নিয়ে সমালোচনা হবে সম্প্রতি এটা নিয়মিত ঘটনা। চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তার ব্যতিক্রম হচ্ছে না। মিরপুরের মন্থর পিচে ব্যাটার-পেসারদের ছাপিয়ে কেবল শুধু পেসারদেরই রাজত্ব চলে!

এমন পিচের কথা ভেবে স্কোয়াডে স্পিন শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে স্পিনার নাসুম ইসলামকে স্কোয়াডে ডেকে নিয়েছে বাংলাদেশ। একই পথ অনুসরণ করল ওয়েস্ট ইন্ডিজও। ক্যারবিয়ানরাও একাদশে বাড়তি স্পিনার নিয়েছে।

ইনজুরিতে পরেছেন ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার শামার জোসেফ ও জেডিয়াহ ব্লেডস। তাদের জায়গায় দুই পেসার না নিয়ে এক পেসার ও এক স্পিনার নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্কোয়াডে ডাকা হয়েছে স্পিনার আকিল হোসেন ও পেসার র‌্যামন সিমন্ডসকে।

সোমবার (২০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

সুযোগ থাকলে মিরপুরের পিচে বাড়তি স্পিনার নেওয়াটা স্বাভাবিকই। মিরপুরের পিচ বরাবরই স্পিননির্ভর। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডেতেও রাজত্ব করেছেন স্পিনাররা।

২০৭ রান করেও ৭৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। মাত্র ১৩৩ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তার বড় অবদান বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেনের। মাত্র ৩৬ রান খরচায় একাই নিয়েছেন ৬ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেটের ৮টিই নিয়েছিলেন বাংলাদেশের স্পিনাররা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।