মিরপুরে আগুন : ১৬ জনের মধ্যে ৭ জনের লাশ শনাক্ত – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ৭ জনের মরদেহ শনাক্ত করেছেন তাদের স্বজনেরা। শনাক্ত মরদেহগুলো ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে রূপনগর থানা-পুলিশ।

বুধবার (১৫ অক্টবর) সকালে রূপনগর থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান বলেন, ‘আমাদের কাছে এখন পর্যন্ত ৭টি মরদেহের দাবিদার এসেছে। জানতে পেরেছি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও আরও কয়েকটি মরদেহের দাবিদার উপস্থিত হয়েছেন। সব মরদেহ যাচাই-বাছাই শেষে ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ ছাড়া স্বজনদেরও ডিএনএ নমুনা রাখা হবে। এরপর যেগুলো শনাক্ত করা সম্ভব হবে, সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

তিনি আরও জানান, রাতেই সব মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এখন ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শেষ হলেই হস্তান্তরের কার্যক্রম শুরু হবে।

এর আগে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরের রূপনগরে একটি রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ আগুন লাগে। এতে ১৬ জনের মৃত্যু হয় এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন আরও তিনজন।

  • আগুন
  • মিরপুর
  • লাশ
  • শনাক্ত
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।