রাজধানীর মিরপুরের জেনেভা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিরপুরের ১১ নম্বর জেনেভা ক্যাম্পে আগুনের খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে গেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।