মিরপুরে দিনে-দুপুরে ১০০ ভরি স্বর্ণ ও ৩২ লাখ টাকা লুট – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



একভরি, দুই ভরি নয়, বাসা থেকে দিনে দুপুরে ১০০ ভরি স্বর্ণের পাশাপাশি লুট হয়েছে ৩২ লাখ টাকা। এ ঘটনায় মিরপুরের মাজার রোড এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দিশেহারা অবস্থায় রয়েছেন ভুক্তভোগী পার্টস ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ ও তার পরিবারের সদস্যরা।

রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুর মাজার রোড এলাকার এক বাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজসহ অন্যান্য প্রমাণ সংগ্রহ করছে পুলিশ। দারুস সালাম থানার ওসি রকিব উল হোসেন জানান, অপরাধীদের শনাক্তে কাজ করছে পুলিশ।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা ১১টায় মাস্ক পরা যুবক বাসার কলিংবেল চাপতে থাকেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে আসেন আরও দুজন। অস্ত্র প্রদর্শন করে ভেতরে প্রবেশ করেই হাত-পা বেঁধে ফেলেন গৃহকর্ত্রীর।

পরে আলমারি ভেঙে ১০০ ভরি স্বর্ণ এবং ব্যবসার জন্য বাসায় রাখা ৩২ লাখ টাকা লুট করে ডাকাতরা। এ সময় মারধরের শিকার হন ওই গৃহকত্রী। তার অভিযোগ, সংঘবদ্ধ চক্রে এলাকার ইন্টারনেট কোম্পানীর কর্মচারীও ছিল।

ফুটেজে আরও দেখা যায়, ১১টা ১৫ মিনিটে বাড়িটি থেকে ব্যাগ হাতে বের হচ্ছেন কয়েকজন মাস্ক পরা যুবক। এমন ঘটনায় হতবিহ্বল পরিবারটি। প্রত্যাশা করছেন, দ্রুত ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এমন ডাকাতির ঘটনায় বাড়িটি পরিদর্শন করেছেন পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

দারুস সালাম থানার ওসি রকিব উল হোসেন বলেন, অপরাধী শনাক্তে কাজ করছে পুলিশ। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • মিরপুর
  • লুট
  • স্বর্ণ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।