স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ১২:৪৯ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ১২:৫১
দীর্ঘ ১৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টেনেছেন মুশফিকুর রহিম। গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার। মুশফিকের এমন অবসর ঘোষণায় একটা আপসোস থেকেই গেল। মাঠ থেকে নেওয়া হলো না বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই ক্রিকেটারের।
তবে ‘দুধের স্বাদ ঘোলে মেটানো’র মতো একটা ব্যাপার কিন্তু ঘটল। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) গার্ড অব অনার পেয়েছেন মুশফিক।
বৃহস্পতিবার (৬ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছে মোহামেডান ও রূপগঞ্জ টাইগার্স। মুশফিক খেলছেন মোহামেডানের হয়ে। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মোহামেডান। প্যাড-গ্লাভস পরে মাঠে নামার সময় সতীর্থদের কাছে গার্ড অব অনার পেয়েছেন মুশফিক।
জাতীয় দলের সতীর্থ তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মেহেদি হাসান মিরাজও এবার ডিপিএল খেলছেন মোহামেডানের হয়ে। ফলে তারাও ছিলেন মুশফিকের গার্ড অব অনারে।
এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিক। সেই সময়ও ফেসবুকে অবসরের ঘোষণা দিয় দেন। মাঠ থেকে বিদায় দেওয়ার সুযোগ দেননি মুশফিক। বাংলাদেশ ক্রিকেটে মাঠ থেকে বিদায় নেওয়ার সংস্কৃতি তেমন নেই বললেই চলে।
এর আগে মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবালের ক্ষেত্রে তেমনটা হয়েছে। মাহমুদউল্লাহ, সাকিব আল হাসানও যখন নির্দিষ্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন তখন তাদের মাঠ থেকে বিদায় আয়োজন করা যায়নি।
২০৭ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক মুশফিকুর রহিমের। তারপর দীর্ঘ সময়ে ২৭৪টি ওয়ানডে খেলেছেন তিনি। ৩৬.৪২ গড়ে রান করেছেন ৭ হাজার ৭৯৫, যা বাংলাদেশী ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান। শীর্ষে আছেন তামিম ইকবাল। মুশফিক সেঞ্চুরি করেছেন ৯টি, হাফ সেঞ্চুরি ৪৯টি।
banglanewsbdhub/এসএইচএস