স্পোর্টস করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৮
মেহেদী হাসানের মিরাজের ছক্কা দিয়ে খুলনা টাইগার্সের রান তাড়া শুরু। মোহাম্মদ নওয়াজের ছক্কায় শেষ। মাঝের সময়টায় মোস্তাফিজুর রহমানের জোড়া আঘাতে ঢাকা ক্যাপিটালসের জবাব। কিন্তু কেবল ১২৩ রানের সংগ্রহ নিয়ে কি আর লড়াই করা যায়! আজ (রবিবার) শেষ ম্যাচেও তাই পারল না ঢাকা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অধিনায়ক মিরাজের দুর্দান্ত এক ইনিংসে ঢাকাকে ৬ উইকেটে হারিয়ে প্লে অফ নিশ্চিত করল খুলনা।
১২৪ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ১৬.৫ ওভারেই সেটা টপকে গেলেন মিরাজরা। সমান ১২ পয়েন্ট নিয়ে নেট রান রেটে দুর্বার রাজশাহীকে সরিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে এখন মিরাজরা। ১২ ম্যাচে ৬ জয় ও ৬ হারে রাজশাহীর পয়েন্ট ১২ হলেও নেট রান রেট ছিল ঋণাত্মক, -১.০৩০। ১৯ বল হাতে রেখে পাওয়া এই জয়ে খুলনার নেট রান রেট এখন ০.১৮৪।
১২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারের শেষ বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাঈম শেখ। তৃতীয় ওভারে মোস্তাফিজের বাউন্সারে আফিফ হোসেনও পয়েন্টে ক্যাচ দিয়ে আউট। তবে উইকেট হারালেও নেট রান রেটের হিসেবের কথা মাথায় রেখে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে যান মিরাজ। তৃতীয় উইকেটে অ্যালেক্স রসের সাথে গড়েন ৪৩ বলে ৬৮ রানের জুটি। এই জুটির পথেই ৩৪ বলে তিনটি করে ছক্কা ও চারে আসরে নিজের দ্বিতীয় ফিফটি ছুঁয়েছেন মিরাজ।
রহমতউল্লাহ আলীর বলে রস ফিরলেও মিরাজকে সঙ্গ দেন উইল বোসিস্টো। মিরাজের সাথে ছোট্ট জুটি গড়া এই ব্যাটার মোস্তাফিজের তৃতীয় শিকার হওয়ার আগে খেলেন ২২ রানের ইনিংস। তবে মিরাজ ঠিকই মাঠ ছেড়েছেন দলকে জিতিয়ে। ৫৫ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে।
এর আগে ব্যাট করতে নামা ঢাকার ইনিংসে একমাত্র তানজিদ তামিমের ৫৮ রানের ইনিংস ছাড়া উল্লেখযোগ্য কিছুই নেই। পাওয়ারপ্লেতে ছয় ছক্কা মেরে ইঙ্গিত দিচ্ছিলেন দারুণ কিছুর। সেই ছয় ছক্কার প্রথম তিনটিই মেরেছেন নাসুম আহমেদের করা প্রথম ওভারে। এরপর চতুর্থ ওভারের শেষ দুই বলে মেরেছেন টানা দুটো ছক্কা মেরেছেন পেসার মুশফিক হাসানকে। ঢাকার ব্যাটিং আজ একাই টেনেছেন তানজিদ। পাওয়ারপ্লেতে ঢাকার তোলা ৫৮ রানের অর্ধেকের বেশিই এসেছে এই বাঁহাতি ওপেনারের ব্যাট থেকে।
ঢাকার ব্যাটিংকে তাই ভাগ করা যায়, তানজিদ আউট হওয়ার আগে ও পরে; এমন বিভাজনে। দলীয় ৮২ রানের চতুর্থ ব্যাটার হিসেবে আউট হয়েছিলেন তিনি। এরপর বাকিরা মিলে তুলেছেন মাত্র ৪১ রান। অবশ্য সেখানে খুলনার বোলারদেরও কৃতিত্ব দিতে হবে। মেইডেন ওভার দিয়ে বোলিং শুরু করা হাসান মাহমুদ নিজের স্পেল শেষ করেছেন মাত্র ৫ রান খরচ করে, উইকেট নিয়েছেন দুটো। অফস্পিনার উইল বোসিস্টোও আজ কিপ্টে বোলিং করেছেন, চার ওভারে মাত্র ১০ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট।
দ্বিতীয় সর্বোচ্চ ২০ রানের ইনিংস খেলা সাব্বির রহমান ছিলেন আশার আলো হয়ে, তাতে যদি স্কোরবোর্ডটা একটু সুশ্রী দেখায়, সেটাও হলো না ঠিকঠাক। টপ-মিডল অর্ডারের ব্যর্থতার দিনে ব্যতিক্রম হয়ে রইলেন একমাত্র তানজিদই। এর আগে লিটন দাস, হাবিবুর সোহান, থিসারা পেরেরাও আজ ব্যর্থ।
banglanewsbdhub/জেটি
খুলনা টাইগার্স
ঢাকা ক্যাপিটালস
তানজিদ হাসান তামিম
বিপিএল ২০২৫
মেহেদী হাসান মিরাজ