প্রথমবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়েই শিরোপার স্বাদ পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। গতকাল পিএসএলের ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটরসকে হারিয়ে পিএসএলের শিরোপা জিতেছে মিরাজের দল লাহোর কালান্দার্স। শিরোপার আনন্দের মাঝে মিরাজের আক্ষেপও হচ্ছে নিশ্চয়! মাঠে নামার সুযোগ যে পেলেন না।
বিরতির পর দ্বিতীয় দফায় যখন পিএসএল শুরু হলো তখন মিরাজকে দলে নিয়েছিল লাহোর কালান্দার্স। তার দলে যুক্ত হওয়ার পর ফাইনালসহ তিনটি ম্যাচ খেলেছে লাহোর। মিরাজ একাদশে সুযোগ পাননি একবারও।
অবশ্য এই হিসেবে নিজেকে ‘হতভাগা’ ভাবতেই পারেন বাংলাদেশের তরুণ স্পিনিং অলরাউন্ডার। বিদেশি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে এর আগের ডাক পেয়েছিলেন তিনি। কিন্তু মাঠে নামার সুযোগ হয়নি সেই বারও।
২০১৭ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে ডাক পেয়েছিলেন মিরাজ। মিরাজ তখন তরুণ তারকা। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে দাপট দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের নামটা পরিচিত করছিলেন। সেই সময় ব্রড হজের জায়গায় ডাক পেয়েছিলেন সিপিএলের দল ত্রিনবাগো নাইট রাইডার্সে।
তার আগের বিপিএলে রাজশাহী কিংসের হয়ে বেশ ভালো পারফর্ম করেছিলেন মিরাজ। ডিপিএলেও দারুণ খেলছিলেন। ফলে সিপিএলে তার ভালো সময় আশা করা হচ্ছিল। কিন্তু মিরাজ একাদশে সুযোগই পাননি।
এবার যখন প্রায় ৮ বছর পর আবারও বিদেশি লিগ থেকে ডাক পেলেন তখন বেশ ছন্দে মিরাজ। গত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। কদিন আগে আইসিসির মাস সেরা পুরস্কার জিতেছেন। মনে করা হচ্ছিল লাহোর কালান্দাসের হয়ে সিপিএলে ভালো করবেন বাংলাদেশি অলরাউন্ডার।
কিন্তু কী ভাগ্য! মাঠে নেমে নিজেকে প্রমাণের সুযোগই পেলেন না।