কুমিল্লার চৌদ্দগ্রামে এক বীর মুক্তিযোদ্ধাকে হয়রানি ও লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সোমবার (২৩ ডিসেম্বর) সংগঠনটির নেতারা এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করে দেশ স্বাধীন করা একজন যোদ্ধাকে প্রকাশ্যে অপমান করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে উদীচীর নেতারা এক বিবৃতিতে বলেন, রোববার বিকেলে ৭৮ বছর বয়সী আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে উত্ত্যক্ত করেন কয়েকজন। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। শুধু তাই নয়, তাকে গ্রাম ছাড়ারও হুমকি দেওয়া হয়। স্থানীয়দের বরাত দিয়ে গণমাধ্যমে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা কানু দীর্ঘদিন ধরে এলাকায় যেতে পারছেন না। তার বিরুদ্ধে হত্যাসহ ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিজয়ের মাসে একজন বীর মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে হয়রানি করায় সাধারণ মানুষ হতবাক বলে মনে করছে উদীচী। কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। একইভাবে মুক্তিযোদ্ধা কানুর বিরুদ্ধে মামলা করাসহ আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল। কিন্তু তা না করে তাকে প্রকাশ্যে হয়রানি করা অত্যন্ত নিন্দনীয়।
উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।