অন্য গ্রুপ থেকে এরই মধ্যে সুপার ফোরে উঠে গেছে ভারত ও পাকিস্তান। তবে বি গ্রুপে চলছে রোমাঞ্চকর লড়াই। বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলংকা; তিন দলেরই রয়েছে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ। আজ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি শ্রীলংকা ও আফগানিস্তান। এই ম্যাচের ওপরই নির্ভর করছে বাংলাদেশের সুপার ফোরে খেলার সম্ভাবনা।
২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে শ্রীলংকা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আফগানরা।
নিজেদের ৩ ম্যাচ শেষে লিটনদের নেট রানরেট -০.২৭০। লংকানদের রান রেট +১.৫৪৬, আফগানদের রান রেট +২.১৫০।
বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ সমীকরণ হচ্ছে শেষ ম্যাচে শ্রীলংকার জয়। গ্রুপের শেষ ম্যাচে যদি লংকানরা আফগানিস্তানকে হারিয়ে দেয়, তাহলে শ্রীলংকার সঙ্গে সুপার ফোরে উঠে যাবে বাংলাদেশ।
কিন্তু আফগানিস্তান যদি জিতে যায়, তখনই চলে আসবে নানা সমীকরণ। এখনো এই গ্রুপে সবচেয়ে ভালো রানরেট আফগানিস্তানের। শ্রীলংকাকে যেকোনো ব্যবধানে তারা হারালেই নিশ্চিত করবে সুপার ফোর।
তবে বাংলাদেশকে যদি লংকানদের টপকে যেতে হয়, নেট রানরেটে রশিদ খানদের দরকার বড় ব্যবধানের জয়। আফগানিস্তান যদি আগে ব্যাটিং করে শ্রীলংকাকে ৬৫ বা তারচেয়ে বড় ব্যবধানে হারায়, তাহলে আফগানদের সঙ্গে সেরা চারে উঠবে বাংলাদেশ।
শ্রীলংকার সঙ্গে যদি রান তাড়া করে আফগানিস্তান জেতে, তাহলে বাংলাদেশের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তখন লংকানদের স্কোর যদি ৫০ বল আগে পেরিয়ে যায় আফগানিস্তান, তাহলেই কেবল নেট রানরেটে শ্রীলংকাকে টপকে সুপার ফোরে যাবে বাংলাদেশ।
অন্য একটা সমীকরণও আছে বাংলাদেশের সামনে। শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচ যদি পরিত্যক্ত হয়, তাহলে শ্রীলংকার সঙ্গে পরের রাউন্ডে উঠবে বাংলাদেশ।
আজ রাত ৮.৩০ মিনিটে আবুধাবিতে মুখোমুখি শ্রীলংকা-আফগানিস্তান। লড়াইটা আফগান ও লংকানদের মধ্যে হলেও পুরো বাংলাদেশ তাকিয়ে থাকবে এই ম্যাচের দিকেই।