মুন্সীগঞ্জে সাদপন্থি বিদেশি মুসল্লিদের ওপর হামলার চেষ্টা – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে তাবলিগ জামাতের (সদপন্থী) নয় বিদেশি ও দুই বাংলাদেশিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। টঙ্গী ইজতেমা মাঠে সহিংসতার প্রতিবাদে শনিবার জুবায়ের পন্থীর সমর্থকরা উপজেলার সোনারং মাঠে বিক্ষোভ সমাবেশ করে।

এ সময় তারা টঙ্গীবাড়ী উপজেলার সাব-রেজিস্ট্রার কার্যালয়ের পেছনে একটি মসজিদে তাবলিগ জামাতের (সদপন্থী) ৯ ইন্দোনেশিয়ান নাগরিক ও দুই বাংলাদেশি নাগরিককে দেখতে পান। পরে মসজিদ থেকে তাদের বের করে দিতে শুরু করলে পুলিশ ১১ জনকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

বিদেশি ইন্দোনেশিয়ান নাগরিকরা হলেন কাসওয়ারা, জেনি চাহিয়া, আয়ান গিমধি, আরেফিন, আবু সালাম, ইসমাইল, মাওলানা এহসান, খায়রুল আজমি, ওয়াহিদ হাসিম এবং বাংলাদেশি নাগরিকরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার এনামুল হক ও বরগুনা জেলার জসিম উদ্দিন।

টঙ্গীবাড়ী থানার এসআই রনি জানান, বিদেশি নাগরিকদের পুলিশ হেফাজতে নিয়ে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে।

  • চেষ্টা করুন
  • একজন বিদেশী
  • মুন্সীগঞ্জ
  • উপাসক
  • সদাপন্তী
  • আক্রমণ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।