
প্রতীকী ছবি
বরিশালের মুলাদী উপজেলায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে চাচাকে হত্যা ও ভাতিজাকে গুরুতর আহত করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় সদর ইউনিয়নের দড়িচর-লক্ষীপুর গ্রামের কাঠেরপুল এলাকায় এ হত্যাকাণ্ড হয়। নিহতের নাম বাবুল বেপারী (৫৫)। তিনি দড়িচর-লক্ষীপুর গ্রামের মৃত গহর আলী ছেলে।
বাবুল বেপারীর ভাতিজা আলীম বেপারীকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকালে কাঠের পুলে দাড়ানো ছিলেন আলীম। এসময় করিম মল্লিক এবং তার ছেলে ইউসুফ মল্লিক, রফিক মল্লিক, তামিম মল্লিক ও ইয়াসিন মল্লিক ধারাল অস্ত্র নিয়ে আলিমের ওপর হামলা করে। ভাতিজাকে উদ্ধার করতে এগিয়ে আসেন বাবুল। এ সময়ে তাকেও নির্মমভাবে কোপানো হয়।
হামলাকারীরা চলে যাওয়ার পর গুরুতর আহত দুজনকে উদ্ধার করে বরিশাল শের-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে রওনা হন। পথে বাবুলে মৃত্যু হয়।
মুলাদী থানার ওসি শফিকুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।