স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ১৮:০৭
মুশফিকুর রহিমের দীর্ঘ ১৯ বছরের যাত্রা থেমে গেছে। আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। বিদায়বেলায় মুশফিকের স্মরণে আপ্লুত অনেকে। বিদায়ে মুশফিককে স্মরণ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। দীর্ঘ ক্যারিয়ারে বহু অবদানের কারণে মুশফিককে কৃতজ্ঞতা জানিয়েছে বিসিবি।
গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দেন মুশফিকুর রহিম। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুশফিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দুই দশকের অসাধারণ অভিযাত্রা শেষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন মুশফিকুর রহিম। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দেশকে যে অসাধারণ সেবা দিয়েছেন মুশফিক, সে জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।’
মুশফিকের অবদান স্মরণ করেছেন বিসিবি প্রধান, ‘বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে মুশফিকুর রহিম যে অসাধারণ নিষ্ঠা, আবেগ এবং পেশাদারিত্ব দিয়ে ভূমিকা রেখেছে, বিসিবি তার স্বীকৃতি দিচ্ছে। ব্যাট হাতে এবং উইকেটের পিছনে তার পারফরম্যান্স দেশের ওয়ানডে ফরম্যাটে অগ্রগতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হবে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিসিবি সভাপতি ফারুক আহমেদ মুশফিকুরের অবদানের প্রতি তার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মুশফিকুর রহিমের কাজের পদ্ধতি, প্রাণোচ্ছলতা এবং তার দৃঢ় সংকল্প ভবিষ্যতের প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের সেরা মুহূর্তগুলোর কথা বললে, তার নাম সব সময় উজ্জ্বল থেকে আরও উজ্জ্বল হয়ে আসবে।’
এখনো ক্রিকেটে দেওয়ার মতো অনেক কিছু বাকি আছে মুশফিকের, বিশ্বাস বিসিবি সভাপতির, ‘১৯ বছর ধরে সর্বোচ্চ স্তরে এই ফরম্যাটে খেলা একটি অবিশ্বাস্য অর্জন। যেটা তার ধারাবাহিকতা এবং চরিত্র সম্পর্কে অনেক কিছু বলে দেয়। আমি নিশ্চিত যে ক্রিকেটে তার এখনও অনেক কিছু দেওয়ার আছে এবং আমরা আশা করি সে মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই একটা মান স্থাপন করে যাবে।’
২০০৬ সালে জিম্বাবুয়ের হারারেতে ওয়ানডে অভিষেক মুশফিকুর রহিমের। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭৪ ওয়ানডে খেলেছেন তিনি। ৯ সেঞ্চুরি, ৪৯ হাফ সেঞ্চুরিতে রান করেছেন ৭ হাজার ৭৯৫।
banglanewsbdhub/এসএইচএস