স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৪ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৮
ঢাকা: ‘তোমায় নিয়ে লিখি কবিতা/ লিখে যাই কত গান/ আমার হয়ে থেকো পাশে/ ভুলে সব অভিমান’—এমন কথা মালায় সাজানো তরুণ গীতিকবি সোহাগ রেজার রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন মেজবাহ বাপ্পী ও প্রিয়াঙ্কা বিশ্বাস। গানটি সম্প্রতি রেকর্ড করা হয় বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রে।
চ্যানেল আই’র সেরা কন্ঠ, জি বাংলার সা রে গা মা পা ও ক্লোজআপ ওয়ান তোমাকে খুঁজছে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে উঠে আসা এই প্রজন্মের দুই জনপ্রিয় সঙ্গীত শিল্পী মেজবাহ বাপ্পী ও প্রিয়াঙ্কা বিশ্বাসের কণ্ঠে রেকর্ড করা গানটি নিয়ে দারুণ আশাবাদী সোহাগ রেজা।
গানটির সুর-সংগীতের কাজ করেছেন আলমগীর হায়াত রুমন।
গানটি প্রসঙ্গে প্রিয়াঙ্কা বিশ্বাস বলেন, ‘বহুদিন পরে চমৎকার কথামালা ও সুরে গান করতে পেরে ভীষণ ভালো লাগছে! গানটি রেকর্ডিং করার সময় অন্যরকম অনুভূতি ও আবেগে কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম! আশা করি মিক্সড মাস্টারিংয়ের পরে এই গানটি শ্রোতাদের মনে স্থান করে নেবে।’
অন্যদিকে মেজবাহ বাপ্পী বলেন, ‘আমি সব সময় একটু ভিন্ন ধাচের মৌলিক গান গাইতে পছন্দ করি; যেটি মানুষের হৃদয়কে যাদুর মতো আকৃষ্ট করবে। আজ তেমনই একটি গান করতে পেরে ভীষণ ভালো লাগছে।’
গানটির গীতিকার সোহাগ রেজা বলেন, ‘আমার লেখা গান শ্রোতাদের হৃদয়ে যদি স্থান করে নিতে পারে তবেই শ্রম সার্থক হবে, এবং শ্রোতাদের আন্তরিক অনুপ্রেরণা ও সমর্থন পেলে পছন্দসই গান লেখার কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ বহুগুন বেড়ে যাবে।’
banglanewsbdhub/এজেড/এমপি