মেট্রোরেলের সিঁড়ির নিচ থেকে নারীর মরদেহ উদ্ধার – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালের সামনের মেট্রোরেলের সিঁড়ির নিচের ফুটপাত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর। বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে খবর পেয়ে ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান ওই নারী আর বেঁচে নেই।’

তিনি আরও জানান, বারডেম হাসপাতালের আশপাশের লোকদের জিজ্ঞেস করে ওই নারীর পরিচয় জানতে পারিনি পুলিশ। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই।

  • উদ্ধার
  • নারী
  • মরদেহ
  • মেট্রোরেল
  • সিঁড়ি
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।