মেসির ১০ নম্বর জার্সি এখন ইয়ামালের

Featured Image
PC Timer Logo
Main Logo

বার্সেলোনার ১০ নম্বর জার্সিটা তার গায়ে উঠছে, এটা অনেক নিশ্চিতই ছিল। বাকি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। এবার এল সেই ঐতিহাসিক মুহূর্ত। আনুষ্ঠানিকভাবে লামিন ইয়ামালের হাতে তুলে দেওয়া হলো লিওনেল মেসির সেই আইকনিক ১০ নম্বর জার্সি। আগামী মৌসুম থেকেই এই জার্সি পরে মাঠে নামবেন ইয়ামাল।

গত মৌসুমে বার্সার হয়ে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ইয়ামালকেই ১০ নম্বর জার্সিটা দেওয়ার সিদ্ধান্ত নেয় বার্সা কর্তৃপক্ষ। নতুন মৌসুম শুরুর আগে তাকে বুঝিয়ে দেওয়া হয় মেসির এই জার্সিটি।

২০২২-২৩ মৌসুমে অভিষেকের সময় ইয়ামালের জার্সি নম্বর ছিল ৪১। পরের মৌসুমে পান ২৭ নম্বর জার্সি। গত বছর তিনি খেলেন ১৯ নম্বর জার্সি পরে। মেসিও একটা সময় ১৯ নম্বর জার্সি পরে খেলতেন।

২০০৮ সালে থেকে ২০২১ সালে পিএসজিতে যাওয়ার আগ পর্যন্ত বার্সেলোনার ১০ নম্বর জার্সিটি পরেছিলেন লিওনেল মেসি। এই জার্সি পরেই কিংবদন্তি হয়ে উঠেছিলেন মেসি।

মেসির আগে বার্সেলোনায় ১০ নম্বর জার্সি পরে খেলেছেন ডিয়েগো ম্যারাডোনা, রোনালদিনহো, রিভালদো, রোমারিওর মতো কিংবদন্তিরা। মেসি ক্লাবটি ছাড়ার পর জার্সিটি পেয়েছিলেন আনসু ফাতি। তবে এই জার্সি বেশিদিন পরতে পারেননি তিনি।

১০ নম্বর জার্সি পেয়ে উচ্ছ্বসিত ইয়ামাল, ‘ছোটবেলায় আমার স্বপ্ন ছিল বার্সার হয়ে খেলা, এই ক্লাবটিতে বেড়ে ওঠা এবং ১০ নম্বর জার্সটি পরে খেলা। বার্সেলোনায় জন্ম নেওয়া সব শিশুই এই স্বপ্ন দেখে। মেসি তার মতো করে ছাপ রেখেছেন, আমি আমার ছাপ রাখব।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।