
জামালপুরের সরিষাবাড়ীতে মে দিবস উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে শ্রমিকদলের অভ্যন্তরীণ কোন্দল রক্তক্ষয়ী রূপ নেয়। এতে দলটির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন উপজেলা শ্রমিক দলের সদস্য ও কামরাবাদ ইউনিয়ন শ্রমিক দলের শ্রম বিষয়ক সম্পাদক দুলাল মিয়া (৫৫) এবং শ্রমিকদল কর্মী রুবেল শেখ (৩৫)। এ ঘটনায় মোট পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে অংশ নিতে বিভিন্ন শ্রমিক সংগঠন শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পৌরসভা চত্বর অতিক্রম করার সময় রাস্তার পাশে সাইড দেওয়া নিয়ে শুরু হয় কথাকাটাকাটি। এর রেশ ধরে দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ চত্বরে সংঘর্ষে জড়ায় শ্রমিকদলের দুটি পক্ষ।
হাসপাতালে চিকিৎসাধীন দুলাল মিয়া দাবি করেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ তালুকদারের সঙ্গে কথাকাটাকাটির জেরেই আমাকে মারধর করা হয়।
অপরদিকে মোর্শেদ তালুকদার বলেন, যমুনা সার কারখানা এলাকা থেকে আমাদের বহর এসে পৌঁছালে কিছু লোক সাইড না দেওয়ায় বাকবিতণ্ডা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে গিয়েই আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তারা পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এবং সম্প্রতি বিএনপিতে যোগ দিয়ে দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁদ মিয়া বলেন, এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।