
প্রতীকী ছবি
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই করার সময় দুইজন ছিনতাইকারী আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। এ সময় গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে এবং একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৫ মে) ভোর ৬টায় মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের নাম রাকিব (২৮)। তিনি ভোলা জেলার দুলারহাট উপজেলার নুরাবাদ এলাকার বাসিন্দা। এছাড়া, মিলন (৩৫) নামে আরেক ছিনতাইকারীকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৬টায় মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকায় কয়েকজন রাস্তায় দাঁড়িয়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ছিনতাই করছিল। এ সময় এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘেরাও করে আটক করে ছিনতাইকারীদের গণপিটুনি দেয়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও দুইজনকে আটক করা হয়। গণপিটুনিতে আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে গেলে একজনকে ডাক্তার মৃত ঘোষণা করে।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, সকালে স্থানীয়রা ছিনতাইরত অবস্থায় তাদের আটক করে গণপিটুনি দেয়। এ সময় পিটুনিতে দুজনই অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের মেডিকেলে নিয়ে গেলে তাদের মধ্যে একজন মারা যায়। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু হচ্ছে।