
প্রতীকী ছবি
মৌলভীবাজার শহরের শমশেরনগর সড়কে শাহ ফয়জুর রহমান রুবেল নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সিলেট এম এ জি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এর আগে একই দিন বিকেলে শমশেরনগর সড়কে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত রুবেল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মৌলভীবাজারে ব্যবসা করে আসছিলেন।
স্থানীয় সূত্র জানায়, শমশেরনগরে ‘এফ রহমান ট্রেডিং’-এর স্বত্বাধিকারী ছিলেন ফয়জুর। ঘটনার পর স্থানীয় সিএনজি ও অটোরিকশা চালকরা তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছে, এর প্রাথমিক তথ্য উপাত্ত পাওয়া যায়নি। তবে তদন্ত চলছে। হত্যার রহস্য উদঘাটন করা হবে।’