ম্যাচসেরার পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে ডিম-দুধ!

Featured Image
PC Timer Logo
Main Logo

ম্যাচসেরা হয়ে ডিম পেয়েছেন ইয়ান

ম্যাচসেরার পুরস্কার হিসেবে অনেক অদ্ভুত জিনিস দেওয়ার রেওয়াজ আছে ফুটবল অঙ্গনে। তবে নরওয়ের শীর্ষ ফুটবল লিগে এবার যা পুরস্কার দেওয়া হলো, সেটা রীতিমত চোখ কপালে তোলার মতো। ম্যাচসেরার পুরস্কার হিসেবে নরওয়েতে দেওয়া হচ্ছে ডিম ও দুধ!

নরওয়ের শীর্ষ ফুটবল লিগের ব্রাইন ও বোদোর ম্যাচে ১-০ গোলে হেরেছে ব্রাইন। ম্যাচে হারলেও দুর্দান্ত কিছু সেভের জন্য ম্যাচসেরা হয়েছেন ব্রাইন কিপা ইয়ান। ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে বেশ অবাক হয়েছেন তিনি। পুরস্কার হিসেবে স্টেইনসল্যান্ড অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে চার ডজন ডিম!

কিন্তু ঠিক কী কারণে ম্যাচসেরার পুরস্কার হিসেবে দেওয়া হলো ডিম? স্থানীয় কৃষির সঙ্গে সংশ্লিষ্টতা স্থাপনের জন্যই এমন পদক্ষেপ নিয়েছে ব্রাইন। নরওয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চল দেশটি অন্যতম কৃষিপ্রধান এলাকা। ব্রাইন এই অঞ্চলেরই ফুটবল ক্লাব। এখানে প্রচুর মাংস, দুধ ও ডিম উৎপাদন হয়। ফুটবল ক্লাব ব্রাইনও স্থানীয় কৃষকদের জন্য রাখে ভিআইপি টিকিটের ব্যবস্থাও। কৃষকদের নিয়ে গর্বের স্লোগান শোনা যায় স্টেডিয়ামেও।

কৃষকদের আরও উৎসাহিত করতেই পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ডিম। ক্লাবটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামী ৬ এপ্রিল ক্রিস্টিয়ানসান্দের বিপক্ষে ম্যাচে তাদের সেরা খেলোয়াড়কে স্থানীয়ভাবে উৎপাদিত কয়েক কার্টন দুধ দেওয়া হবে!

ফুটবল ইতিহাসে এরকম অদ্ভুত পুরস্কার আগেও দেখা গেছে। ৫ জিবি ইন্টারনেট ডাটা থেকে ভিডিও গেম, মাছ এমনকি পিজ্জাও পেয়েছেন ম্যাচের সেরা হওয়া ফুটবলাররা।

banglanewsbdhub/এফএম

ডিম
দুধ
নরওয়ে
পুরস্কার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।