ম্যাচ হেরে কার ওপর দোষ চাপালেন জাকের?

Featured Image
PC Timer Logo
Main Logo

পাকিস্তান যখন ১৩৫ রানে আটকে গেল, বাংলাদেশের কোটি সমর্থক তখন ফাইনালে ওঠার স্বপ্নে বিভোর। তবে সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিল বাংলাদেশের ব্যাটিং। ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও বাংলাদেশি ব্যাটারদের বাজে ব্যাটিংয়ে ১১ রানে হেরেছে দল, ছিটকে গেছে টুর্নামেন্ট থেকেও। ম্যাচ শেষে অধিনায়ক জাকের আলীও তাই দোষটা চাপালেন ব্যাটারদের ওপরই।

অলিখিত সেমিফাইনালে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল মাত্র ১৩৬। কিন্তু এই টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই অতি আক্রমণাত্মক ব্যাটিং করেছেন বাংলাদেশি ব্যাটাররা। আর এতেই হিতে বিপরীত হয়েছে। পাকিস্তানের বিপক্ষে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আর জয়ের দেখা পাওয়া হয়নি জাকেরদের।

জাকের তাই পুরো দায়টা চাপালেন ব্যাটারদের ওপরই, ‘ব্যাটিং ইউনিটের কারণে শেষ দুই ম্যাচে আমরা হেরেছি। বোলিং ইউনিট তাদের কাজটা ঠিকভাবেই করেছে। ভালো বোলিং হয়েছে। আগের ম্যাচেও বলেছি ব্যাটিংয়ের কারণে ম্যাচ হেরেছি। আজও একই।’

বাদ পড়লেও এবারের এশিয়া কাপে ইতিবাচক কিছু জিনিস খুঁজে পেয়েছেন জাকের, ‘রিশাদ বোলিংয়ে দারুণ করেছে। ব্যাট হাতে সাইফও। টুর্নামেন্টজুড়ে কয়েকজন দারুণ করেছে। তাদের আমরা সাপোর্ট দিতে পারিনি। বোলিংয়ে তাসকিন, ফিজরাও (মোস্তাফিজুর রহমান) ভালো করেছে। বোলিং ইউনিট হিসেবে টুর্নামেন্টে আমরা দারুণ করেছি।’

লিটনের ইনজুরিতে হঠাৎ অধিনায়কত্ব পেয়েছেন জাকের। এটাকে চাপ হিসেবে না নিয়ে উপভোগ করছেন তিনি, ‘কিছুটা টাফনেস তো আসছেই। আমি চেষ্টা করছি সুযোগ নেওয়ার। মানিয়ে নিয়ে চেষ্টা করছি উপভোগ করার।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।