ম্যাচ হেরে প্রতিপক্ষ কোচের নাক চেপে ধরলেন মরিনহো!

Featured Image
PC Timer Logo
Main Logo

বুরুকের নাক চেপে ধরলেন মরিনহো

নিজের কোচিং ক্যারিয়ারে বহুবার আলোচনায় এসেছেন বিতর্কিত কাণ্ড ঘটিয়ে। ফেনেরবাচে কোচ হোসে মরিনহো আবার জড়ালে নতুন বিতর্কে। তুর্কিশ কাপের ম্যাচে হেরে প্রতিপক্ষ কোচের নাক চেপে ধরে নিষেধাজ্ঞার মুখোমুখি মরিনহো!

তুর্কিশ কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল মরিনহোর ফেনেরবাচে ও গ্যালাতাসারে। ম্যাচের অন্তিম মুহূর্তে দুই দলের ফুটবলারদের মধ্যে শুরু হয় তুমুল তর্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে উপস্থিত হয় পুলিশও। রেফারিও বেশ আক্রমণাত্মক মুডে ছিলেন, দেখিয়েছেন তিনটি লাল কার্ড।

ম্যাচের শেষ বাজার পর সেই তর্ক রূপ নেয় হাতাহাতিতে। এক পর্যায়ে গ্যালাতাসারের কোচ অকান বুরুকের নাক চেপে ধরেন মরিনহো। নাকে ব্যথা পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন বুরুক। মরিনহোর এমন কাণ্ডে হতবাক দুই দলের ফুটবলাররাই। অনেক কষ্টে তাকে মাঠ থেকে সরিয়ে নেন দলের কোচিং স্টাফরা।

ম্যাচ শেষে বুরাক জানিয়েছেন, মরিনহোর এমন আচরণ কিছুতেই প্রত্যাশা করেননি তিনি, ‘সে পেছন থেকে আমার নাপ চেপে ধরেছে। এটা কোনোভাবেই ভালো কাজ হয়নি। নাকে আঁচড় লেগেছে। আমি বাড়তি কিছু বলব না, কিন্তু এটা মোটেও ভালো আচরণ ছিল না।’

মরিনহোর এমন কাণ্ডে ক্ষুব্ধ গ্যালাতাসারে ভাইস প্রেসিডেন্ট অজটুর্ক, ‘এটা শুধু আমাদের কোচের ওপরে না, তুরস্কের ফুটবলের ওপরেও আক্রমণ। সে এত সাহস কীভাবে পায় এটাই অবাক করার বিষয়। সে নিজেকে কী মনে করে?’

গত ফেব্রুয়ারিতে গ্যালাতাসারের বিপক্ষে ম্যাচেই রেফারিকে কটূক্তি করে ৪ ম্যাচের জন্য ডাগআউটে নিষিদ্ধ হয়েছিলেন মরিনহো। এবারের আচরণেও বড় শাস্তি পেতে যাচ্ছে তিনি, ধারণা করা হচ্ছে এমনটাই।

banglanewsbdhub/এফএম

তুরস্ক
নাক চেপে ধরা
ফেনেরবাচে
হোসে মরিনহো

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।