স্পোর্টস ডেস্ক
৪ এপ্রিল ২০২৫ ১৭:৪৭
ম্যানচেস্টার সিটির ‘অজেয়’ হয়ে ওঠার পেছনে তার অবদান ছিল অপরিসীম। কেভিন ডি ব্রুইনা যেন ছিলেন সিটির মাঝমাঠের প্রাণ ভোমরা। সেই ডি ব্রুইনাই এবার ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই মৌসুম শেষেই পেপ গার্দিওলার দলকে বিদায় বলছেন এই বেলজিয়ান ফুটবলার।
২০১৫ সালে সিটিতে যোগ দেন ডি ব্রুইনা। গার্দিওলার অধীনে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন তিনি। তার নেতৃত্বেই গত ১০ বছরে সিটি হয়ে উঠেছে ইংলিশ ফুটবলের পাওয়ার হাউস।
এক দশকে সিটির হয়ে চারশর বেশি ম্যাচে মাঠে নেমে ডি ব্রুইনা জিতেছেন মোট ১৬টি ট্রফি। এর মধ্যে প্রিমিয়ার লিগ শিরোপা আছে ৬টি, ৫টি ইংলিশ কাপ, ২টি এফএ কাপ, ২টী কমিউনিটি শিল্ড ও একটি চ্যাম্পিয়নস লিগ।
গত কয়েক মাস ধরেই সময়টা ভালো কাটছে না সিটির, ধুঁকছেন ডি ব্রুইনাও। ৩৩ বছর বয়সী ডি ব্রুইনার সঙ্গে সিটির চুক্তি শেষ হচ্ছে এই মৌসুম শেষেই। ডি ব্রুইনা আজ ঘোষণা দিলেন, এটাই সিটির হয়ে তার শেষ মৌসুম, ‘আমি সবাইকে জানিয়ে দিতে চাই, আগামী কয়েক মাস সিটির হয়ে আমার শেষ সময়। এটা আমার জন্য খুব একটা সহজ ব্যাপার না। এই ক্লাব আমাকে অনেক কিছু দিয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’
এই মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে সিটি ছাড়ছেন তিনি। সিটি ছাড়ার পর কোথায় যাবেন ডি ব্রুইনা, সেটা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে সৌদি প্রো লিগ কিংস মেজর সকার লিগই হতে পারে তার পরবর্তী গন্তব্য।
banglanewsbdhub/এফএম