যখন সুযোগ পাব তখনই নির্বাচন করব : শাজাহান খান – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



নির্বাচনের সুযোগ পেলেই অংশ নেবেন বলে মন্তব্য করেছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাজাহান খান। বুধবার (১৪ মে) গ্রেপ্তার দেখানোর শুনানি শেষে আদালতের এজলাস থেকে নামার সময় তিনি এ কথা বলেন।

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা এই আবেদন করেন।

শুনানি শেষে আদালতের এজলাস থেকে নামার সময় শাজাহান খান বলেন, ইউনূস জামায়াতের সঙ্গে আঁতাত প্রেম করে, অবৈধ প্রেম করে টিকে আছে। এই প্রেম বেশিদিন টিকবে না।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আগে সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে হবে। তোমরা লিখতেও পারো না, দেখাতেও পারো না।

এ সময় এক সাংবাদিক শাজাহান খানকে লক্ষ্য করে বলেন, দল তো নিষিদ্ধ (কার্যক্রম) হয়ে গেলো নির্বাচন করবেন কীভাবে?’ জবাবে তিনি বলেন, নির্বাচনের সুযোগ যখন পাব, তখন ইনশাআল্লাহ করব। আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না। আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো।

প্রসঙ্গত, গত বছরের ৬ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর একাধিক দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

  • নির্বাচন
  • শাজাহান খান
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।