যমুনা নদীর উপর দেশের বৃহত্তম রেল সেতু দিয়ে আজ পূর্ণ গতিতে চলছে ট্রেন। পরীক্ষামূলকভাবে সোমবারও চলবে এই ট্রেন। গত ২৬ নভেম্বর সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে এই সেতুতে একটি পরীক্ষামূলক ট্রেন চালানো হলেও এবার ট্রেনটি পূর্ণ গতিতে চলবে।
প্রকল্পের কর্মকর্তারা জানান, পরীক্ষামূলক ভিত্তিতে রোববার ও সোমবার (৬ জানুয়ারি) দুটি ট্রেন এই সেতু দিয়ে চলাচল করবে। একটি ট্রেন পূর্ব তীর থেকে পশ্চিম তীরে যাবে এবং অন্যটি পশ্চিম তীর থেকে পূর্ব তীরে যাবে।
প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসুদুর রহমান জানান, পরীক্ষামূলক এই ট্রেন চলাচলের দুই দিনের মধ্য দিয়ে সেতুতে ট্রেন চালাতে কোনো সমস্যা হচ্ছে কি না তা মূল্যায়ন করা হবে।
তিনি আরও বলেন, সেতুতে পূর্ণ গতিতে ট্রেন চালানোর জন্য সবকিছু প্রস্তুত আছে কিনা তা আমরা খতিয়ে দেখব এবং কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে। ট্রেন চলাচল পরিদর্শনকালে রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে সেতুটির উদ্বোধন হতে পারে বলে প্রকল্প সূত্রে জানা গেছে। ২০২০ সালের আগস্ট মাসে প্রকল্পটির নির্মাণ কাজ শুরু হয় এবং এর ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকা। এর মধ্যে ১২ হাজার ১৪৯ কোটি ২০ লাখ টাকা ঋণ দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।