স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৯
ঢাকা: যশোর জেলা বিএনপির কাউন্সিলের জন্য নির্বাচন কমিশন গঠন করেছে বিএনপি।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অ্যাডভোকেট মো. ইসহককে আহ্বায়ক করে গঠিত নির্বাচন কমিশনের সদস্যরা হলেন- অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল, অধ্যক্ষ মকবুল হোসেন, ডা. এস এম রবিউল আলম এবং সাংবাদিক সাইফুল ইসলাম সজল।
উল্লেখ্য, আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) যশোর জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচন করবে যশোর জেলা বিএনপির সদস্যরা।
বাংলানিউজবিডিহাব/এজেড/এসডব্লিউ