‘যারা ভোট বিরোধী— তারা গণতন্ত্র বিরোধী’

Featured Image
PC Timer Logo
Main Logo

বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান আহ‌মেদ আযম খান। ছবি; বাংলানিউজবিডিহাব।

টাঙ্গাইল: বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান আহ‌মেদ আযম খান বলেছেন, যারা ভোট বিরোধী, তারা গণতন্ত্র বিরোধী। যারা ভোট বিরোধী তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চায়। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএনপির মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপির উদ্যাগে এ সমাবেশে আযম খান বলেন, ‘‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস একটি সংস্থার সঙ্গে আলাপকালে বলেছেন, এ বছরের শেষের দিকে নির্বাচন হবে। আমরাও বলেছি অত্যাবশ্যকীয় সংস্কার করে এ বছরের শেষের দিকে নির্বাচন। আজকে শুনলাম কেউ কেউ বলেছেন সংস্কার শেষ না করে নির্বাচন দেওয়া যাবে না। যারা এ কথা বলেন, তারা নির্বাচনকে ভয় পান। তারা জনগণের রায়কে ভয় পান।’’

তিনি আরও বলেন, ‘ড. ইউনূসকে বলবো— বিএনপিসহ বাংলাদেশের ১৮ কোটি মানুষ আপনার সঙ্গে আছে। এ বছরের শেষে ভোটের আয়োজন করুন, ১৮ কোটি মানুষ ভোট দিবে ইনশাল্লাহ। কোনো ষড়যন্ত্রকে আর পাখা মেলতে দেবো না।

ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটিসদস্য ফকির মাহবুব আনাম। আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটিসদস্য শামসুজ্জামান সুরুজ, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

বাংলানিউজবিডিহাব/এসআর

আহ‌মেদ আযম খান
বিএনপি
বিরোধী
যারা ভোট বিরোধী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।