স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৬
সাকিব আল হাসান নামটা বললেই সবার চোখে ভাসবে একজনের চেহারাই। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এবার এলেন নতুন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের জন্য ঘোষিত বাংলাদেশ ফুটবল দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়ে হইচই ফেলে দিয়েছেন ২০ বছর বয়সী গোলকিপার সাকিব।
নওগাঁর ছেলে সাকিব শৈশব থেকেই মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। ফরোয়ার্ড, মিডফিল্ডার কিংবা ডিফেন্ডার নয়; কিপিংই ছিল তার নেশা। ২০১৯ সালে দ্বিতীয় বিভাগ ফুটবলের মধ্য দিয়ে শুরু পেশাদার ক্যারিয়ার। এরপর বিকেএসপি ঘুরে জায়গা করে নিয়েছেন মোহামেডানে। ক্লাবের হয়ে বেশ কিছু ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব। বিশেষ করে লিগে দাপট দেখানো বসুন্ধরা কিংসের বিপক্ষে তার অবিশ্বাস্য পারফরম্যান্স নজর কেড়েছে জাতীয় দলের কোচের।
ক্লাবের হয়ে দারুণ পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সাকিব। ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের হাই ভোল্টেজ ম্যাচের জন্য ঘোষিত ৩৮ জনের প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছেন তিনি। পাঁচজন কিপারের মাঝে আছেন তিনিও।
সাকিবের পুরো নামটা নিয়েও আছে মজার এক গল্প। জন্মনিবন্ধনে তার নাম ছিল মোহাম্মদ সাকিব হাসান। তবে ৫ম শ্রেণিতে পিএসসি পরীক্ষার সময় স্কুলের এক শিক্ষক তার নাম লিখে দেন সাকিব আল হাসান। ২০১৮ সালে এই নামেই ভর্তি হয়েছে বিকেএসপিতে।
ক্রিকেটার সাকিবের সাথে নামের এই মিলটা দারুণ উপভোগও করেন সাকিব, ‘সবাই জিজ্ঞাসা করে আমার এই নাম কেন। ক্রিকেটার সাকিবের কথাও জিজ্ঞাসা করে। সাকিব আল হাসান নামটা শুনলেই অন্যরকম লাগে। নামের কারণেই আসলে সাকিব ভাই আমার প্রিয় ক্রিকেটার হয়ে গেছেন।’
ফুটবলে সাকিবের আইডল আর্জেন্টাইন কিপার এমিলিয়ানো মার্টিনেজ। সাকিব কি পারবেন এমির মতো দেশের নাম বিশ্বজোড়া ছড়িয়ে দিতে?
banglanewsbdhub/এফএম