স্পোর্টস ডেস্ক
৪ এপ্রিল ২০২৫ ০৯:৩৫
গুজরাট টাইটানসের বোলিং আক্রমণের অন্যতম ভরসা ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা অবশ্য টুর্নামেন্ট থেকে সরে গেলেন ১০ দিনের মাথায়। অজানা কারণে আইপিএলের মাঝপথে হঠাৎ দেশে ফিরেছেন রাবাদা।
এবারের আইপিএলের নিলামে ১০.৭৫ কোটি রুপিতে রাবাদাকে দলে ভিড়িয়েছিল গুজরাট। এই টুর্নামেন্টে মাত্র দুই ম্যাচে মাঠে নেমেছেন তিনি। প্রথম দুই ম্যাচে বল হাতে তেমন আলো ছড়াতে পারেননি তিনি, নিয়েছেন ২ উইকেট। এর মাঝে একটিয়ে জয় পেয়েছে দল, হেরেছে অন্যটিতে। দলের তৃতীয় ম্যাচে তাকে একাদশে দেখা যায়নি।
গতকাল আকস্মিক এক বিবৃতিতে গুজরাট জানায়, রাবাদা দেশে ফিরে গেছেন, ‘একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ইস্যুতে তিনি দেশ ছেড়েছেন। তিনি কবে দলের সঙ্গে যোগ দেবেন সেটা এখনো নিশ্চিত নয়।’
অনেকে ধারণা করছেন, এবারের টুর্নামেন্টে আর দেখা যাবে না রাবাদাকে। গুজরাট স্কোয়াডে এখন বাকি রইল আর ৫ জন বিদেশি ক্রিকেটার। এর মাঝে গ্লেন ফিলিপস ও জেরাল্ড কোয়েটযে এখনো মাঠে নামার সুযোগ পাননি।
৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে গুজরাট।
banglanewsbdhub/এফএম