যে কারণে ভারতের স্কোয়াডে নেই জসওয়াল-আইয়ার

Featured Image
PC Timer Logo
Main Logo

অনেক নাটকীয়তার পর ঘোষণা করা হয়েছে ভারতের এশিয়া কাপের স্কোয়াড। ১৫ জনের এই স্কোয়াডে জায়গা হয়নি ইয়াসাভি জসওয়াল ও শ্রেয়াস আইয়ারের। এই দুই ক্রিকেটারের বাদ পড়া নিয়ে অনুমেয়ভাবেই উঠেছে নানা প্রশ্ন। ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার অবশ্য জসওয়াল-আইয়ারকে স্কোয়াডে না নেওয়ার ‘যৌক্তিক’ কারণ দেখিয়েই বিবৃতি দিয়েছেন।

মারকুটে ব্যাটিং করে অল্প দিনেই ভারতের টপ অর্ডারের অন্যতম ভরসা হয়ে উঠেছে জসওয়াল। মিডল অর্ডারে আইয়ারও আছেন দারুণ ফর্মে। টি-২০ ফরম্যাটে হতে যাওয়া এশিয়া কাপের স্কোয়াডে এই দুজনের বাদ পড়ার ঘটনা প্রশ্নের জন্ম দিয়েছে।

আগারকার অবশ্য বলছেন  আইয়ারকে স্কোয়াডে নেওয়ার সুযোগ ছিল না, ‘আপনাদের বলতে হবে এই স্কোয়াডের কার বদলে আইয়ারকে নেওয়া যায়? এখানে আইয়ারেরও দোষ নেই, আমাদেরও নেই। এখানে কেবল ১৫ জনকে দলে নেওয়া যাবে এবং তাকে তার সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।’

জসওয়ালের বাদ পড়াকে দুর্ভাগ্যজনক বলেছেন আগারকার, ‘টেস্ট ক্রিকেটে জসওয়াল টপ অর্ডারকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছে। সূর্য বলেছে, সে টি-টোয়েন্টিতে সহ-অধিনায়কের দায়িত্বেও ছিল। ইংল্যান্ডে তার পারফরম্যান্স আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। আমি কেবল টি-টোয়েন্টি এবং টেস্ট নিয়েই কথা বলতে পারি। জসওয়ালের ক্ষেত্রে তাই বাদ পড়াটা দুর্ভাগ্যজনক। এখানে অভিষেক শর্মা রয়েছে, যে গত কয়েক মাসে দলে থেকে যা করে দেখিয়েছে তা অসাধারণ। জসওয়ালকেও তাই সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।’

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। ১০ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের এশিয়া কাপ। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে ভারতের প্রতিপক্ষ হিসেবে থাকছে পাকিস্তান ও ওমান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।