রংপুরে সংখ্যালঘুদের বাড়ি-ঘর ভাঙার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগে গ্রামবাসীর ওপর সাম্প্রদায়িক হামলা, বাড়ি-ঘর ভাংচুর লুটপাট ও নারী নির্যাতনের প্রতিবাদে নিপিড়নবিরোধী শিক্ষার্থী সমাজ ব্যানারে মশাল মিছিল ও সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টায় বিক্ষোভকারীরা ঢাবির জগন্নাথ হল থেকে বিক্ষোভ মিছিল শুরু করে টিএসসি রাজু ভাস্কর্যে এসে শেষ করে। মিছিল শেষে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু বলেন, এই গঙ্গাচড়াতে আওয়ামী লীগ আমলে সাম্প্রদায়িক আক্রমণ হয়েছে। তাই নিয়ে আওয়ামী লীগ ১৬ বছর রাজনীতি করেছে কিন্তু কোনোদিন বিচার করে নাই। আজ আওয়ামী লীগের করা হামলাগুলো নিয়ে ইন্টারিম রাজনীতি করছে। কিন্তু তার হওয়া ঘটনাগুলো আর বিচার করছে না।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে মেঘমল্লার বলেন, তারা বারবার করে বলে এটা সাম্প্রদায়িক হামলা না। যদি তাই হয় তাহলেও কী হিন্দু সম্প্রদায় বিচার পাওয়ার অধিকার রাখে না?

উপস্থিত বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, তাদের চিনে রাখবেন যারা আমাদের উৎসব অনুষ্ঠানে এসে ফুটেজ খায় কিন্তু আমাদের মাঠের সংগ্রাম রাজপথে সংগ্রামে থাকে না। সেই মুখগুলোকে আর কোনোদিন প্রশ্রয় দিবেন না। আমাদের একেকজনের একেক রকম রাজনীতি থাকতে পারে। কিন্তু সম্প্রদায়ের ন্যূন্যতম যে মানবিক অধিকার, সে মানবাধিকার রক্ষার লড়াইয়ে আমরা থাকব। এ সময় জগন্নাথ হলের শিক্ষার্থীসহ একাধিক সাধারণ শিক্ষার্থীর উপস্থিতি ছিলেন।

  • ঢাবি
  • প্রতিবাদ
  • বাড়ি-ঘর
  • ভাঙা
  • রংপুর
  • সংখ্যালঘু
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।