রমার ‘পিয়ানো’

Featured Image
PC Timer Logo
Main Logo

একাধারে একজন সংগীতশিল্পী এবং একজন সাংবাদিক। দুই জায়গাতেই সফল এই তারকার নাম শারমিন রমা। জনপ্রিয় এই শিল্পী সম্প্রতি কাজ শুরু করেছেন গানের একটি নতুন প্রজেক্টে। ১০০ জন শিল্পী নিয়ে ডিজে রাহাত, শান শায়েক ও আদিব কবীরের আপকামিং এই মিউজিক প্রজেক্টের শিরোনাম ‘পিয়ানো’। যেখানে থাকছে রমার গাওয়া তিনটি ফোক গান।

নিজের এই নতুন কাজ সম্পর্কে রমা বললেন, ‘প্রজেক্টটা আমার বেশ ভালো লেগেছে। ফোক গান বা লোকসঙ্গীতের অসামান‍্য ভান্ডার থেকে নেয়া গানগুলোও দারুণ। এখন চলছে ভয়েসের কাজ। এ মাসেই ভয়েস দেয়া শেষ হয়ে যাবে আশা করছি। সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে ভিডিও হবে গানগুলোর।’

গান ছাড়াও নিজের পেশাগত জীবনেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। পেশায় সাংবাদিক এই সংগীতশিল্পী নিজের পেশাগত ব্যস্ততা সম্পর্কে বললেন, “আমি বিবিসির একজন সিনিয়র সাংবাদিক। বর্তমানে বিবিসি নিউজ বাংলার টেলিভিশন কার্যক্রমের প্রধান হিসেবে কাজ করছি। আমার প্রযোজনায় বর্তমানে সমসাময়িক ঘটনাবলী নিয়ে বিবিসির সংবাদভিত্তিক দুটি জনপ্রিয় টিভি শো – ‘বাংলাদেশ ট্রেন্ডিং’ ও ‘বিবিসি প্রবাহ’ নিয়মিতভাবে চ‍্যানেল আই’তে প্রচার হচ্ছে।’’

পেশাগত জীবনের কাজের স্বীকৃতি হিসেবে রমা পেয়েছেন নানা সম্মাননা। গেল ২০২৪ সালে দেশের বাইরে থেকেও মিলেছে পুরস্কার। ভারতের ২১তম টেলি সিনে অ্যাওয়ার্ড আয়োজনে বিশেষ পুরস্কার পান তিনি। ভারতের কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতে দুই বাংলার সম্প্রচার এবং মিডিয়াতে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা মিডিয়া ব্যক্তিত্বদের পুরস্কার প্রদান করা হয়। ভারতের এই সম্মানজনক এ‍্যাওয়ার্ড আয়োজনটি ২০০০ সাল থেকেই হয়ে আসছে।

উল্লেখ্য, এর আগেও ২০১৯,২০২২ ও ২০২৩ সালের আয়োজনে ‘টেলি সিনে অ্যাওয়ার্ডস’ এর মাধ‍্যমে বেশ কয়েকজন বাংলাদেশি শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়েছে। তাদের মধ‍্যে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী ও অভিনেতা আফজাল হোসেন, কিংবদন্তী শিল্পী রুনা লায়লা, কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম প্রমুখ।

banglanewsbdhub/এজেডএস/এএসজি

পিয়ানো
শারমিন রমা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।