
প্রতীকী ছবি
রাজধানীর গুলশান বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় দশ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সজল হোসেন পলাশকে (৪০) গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। রবিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলশান থানা পুলিশ সোমবার (১০ মার্চ) দুপুর ১টার দিকে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈম উদ্দিন সুজন বলেন, ধর্ষণের শিকার শিশুর মা জানান— গতকাল (রবিবার) সকাল সাড়ে ১১টার দিকে অভিযুক্ত সজল হোসেন পলাশ শিশুটিকে বাসায় একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তী সময়ে শিশুটি তার মায়ের কাছে বিষয়টি জানালে তারা থানায় এসে এসব অভিযোগ জানান।
এসআই জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ শিশুটিকে মেডিক্যাল চেকআপের জন্য আজ (সোমবার) দুপুরে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে আসেন। বর্তমানে শিশুটি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় অভিযুক্ত সজল হোসেন পলাশকে গ্রেফতার করা হয়েছে।